শাহপরানে সৎ মা ও ভাই- বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

চেম্বার ডেস্ক:: সিলেটে মা ও ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে। নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০), তার মেয়ে মাহা (৯), ও শিশু পুত্র তাহসান (৭)।

বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন বিআইডিসি এলাকায় মীর মহল্লায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই রুবিয়ার সৎ ছেলে ঘাতক মাহবুব হোসেন আবাদ হোসেনকে আটক করা হয়েছে। সে সিলেটের বিয়ানীবাজার এলাকার আবদাল হোসেন বুলবুলের ছেলে।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে মাহবুব তার সৎ মা ও ভাই-বোনকে দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে। তাদের সমস্ত দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর ঘরে খাটে তুষকে আগুন ধরিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়।