পররাষ্ট্রমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা-সিলেট ছয় লেন একনেকে অনুমোদিত
চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত
ঢাকা-সিলেট ৪ লেন প্লাস ২ লেন প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই প্রক্ল্পটি অনুমোদন করা হয়। এ কাজে ব্যয় হবে মোট ১৬ হাজার ৯ শত ৮০ কোটি টাকা।
প্রক্ল্পটি অনুমোদিত হবার পর এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি দৈনিকসিলেটডটকমকে বলেন, প্রথমে আমি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি
সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট ৪ লেন প্লাস ২ লেন এটি বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিলো। এটি ১৯৯২ সালে নির্মিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
প্রকল্পটি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
এই প্রকল্পের কাজ শেষ হলে সিলেটে নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরির সুযোগ সৃষ্টি হবে , আরও বেশি পর্যটকরা সিলেটে আসবে।