সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহিত চৌধুরী
চেম্বার ডেস্ক::
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। যারা এই দক্ষতার যথাযথ বাস্তবায়ন করতে পারে তারা পৌছে যায় সফলতার দ্বারপ্রান্তে।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট উইমেন চেম্বার আয়োজিত ৫ দিন ব্যাপী ‘বহুমুখি পাট ও চামড়াজাত পণ্য তৈরী এবং বিপণন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহিত চৌধুরী আরও বলেন, সিলেটে নারীদের উন্নয়নে সিলেট উইমেন চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রখেছে। যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরনীয় হতে পারে।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণ লতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো: শামীম আহমদ, উইমেন চেম্বারের পরিচালক লুবানা ইয়াসমিন।
পাচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের ২৫ জন ক্ষুদ্র ও মাঝারী শিল্পের নারী উদ্যোক্তা অংশ গ্রহন করছেন। এটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।