সর্বশেষ

» সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল হালিম

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক::

উৎসবমুখর পরিবেশে সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়।এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ টি পদের জন্য লড়ছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে সম্পাদকীয় পদ ৭ টি এবং সদস্য পদ রয়েছে ৩ টি। তবে সম্পদকীয় ৭ টি পদে নির্বাচন করছেন ১৬ জন আর ৩টি সদস্য পদের জন্য লড়ছেন ৬ জন।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মনোনীত হয়েছেন অংশ মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে.এ রহিম,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু।সদস্য পদে আশিষ দে,সাইফুল ইসলাম,মাহমুদ হোসেন খান।
নির্বাচনে সকল বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল বিডিনিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক আব্দুল হালিম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটের অনলাইন সাংবাদিকদের এক বৃহৎ প্লাটফর্ম। নতুন নেতৃত্বের মাধ্যমে অনলাইন সাংবাদিকতা আরো বিকশিত হোক এ প্রত্যাশা করি।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031