সর্বশেষ

» ফ্রান্সে টানা ১৫ দিনের কারফিউ জারি

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক::মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সে দেশব্যাপী কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী শনিবার (১৬ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত জারি করা এই কারফিউ। চলবে টানা ১৫ দিন।

 

বৃহস্পতিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স এ ঘোষণা দেন।

পাশাপাশি সোমবার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় বয়স বিবেচনা না করে যারা করোনার উচ্চ ঝুঁকিতে আছেন তাদের টিকাদান শুরু করবে। প্রায় ৬৪ লাখ মানুষ পাবেন এই টিকা।

 

অবশ্য বর্তমানে ফ্রান্সের অনেক শহর রাত ৮টা থেকে কারফিউ এর মধ্যে রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে এখনই জারি রয়েছে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ। কারফিউ এর এই সময়ে স্কুলগুলো খোলা থাকবে। তবে সকল প্রকার ইনডোর গেমস নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রতি মাসে স্কুলগুলোতে ১০ লাখ করোনা পরীক্ষা সম্পন্ন করা হবে।

 

প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স আরো জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের কোনো দেশ থেকে যদি কোনো ভ্রমণকারী ফ্রান্সে আসেন তাহলে তাকে ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা নেগেটিভ সনদপত্র দেখাতে হবে। থাকতে হবে ৭ দিনের আইসোলেশনে। এরপর তারা দ্বিতীয়বার করোনা টেস্ট করাতে পারবে।

 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ফ্রান্সে ৬৯ হাজার ৩১৩ জন মারা গেছে। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ।
খবর এএফপি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728