সর্বশেষ

» হিলালপুর শহিদ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: হিলালপুর শহিদ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর আবাসিক এলাকার স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদ আব্দুল খালিক সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি)একদিনের ফাইনাল খেলা হিলালপুর টাওয়ার সংলগ্ন মাটে সিক্স এ সাইড টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শহিদ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সয়ফুল ইসলাম বাবলু-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আরিফ হুসাইন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফ হুসাইন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ হাসান এর যৌথ উপস্থাপনায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,এলাকার মুরব্বি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুল হামিদ কিনু মিয়া,সিনিয়র সাংবাদিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,৩নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হুসেন,হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, প্রভাতি বিদ্যা নিকেতনের শিক্ষক আলমগীর হুসাইন,আসাদুজ্জামান পাপ্পু,ইঞ্জিনিয়ার ইব্রাহিম আহমদ,শহিদ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহেদ আহমদ,সহ-সাধারণ সম্পাদক কাবিল আহমদ, জনতার দাবি বৃহত্তর গোলাপগঞ্জ-এর সাধারণ সম্পাদক রুবেল আহমদ,অগ্রদূত ছাত্র পরিষদের সহ-সভাপতি আব্দুল রাবু,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ,অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম,সহ-অফিস সম্পাদক হামিদুর রহমান,হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ,শহিদ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য রুমেল আহমদ,কোষাধ্যক্ষ রেজওয়ান আহমদ,সহ-কোষাধক্ষ্য জাহিদ হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক তানভির আহমদ তানিম,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলে এলাহি ইয়াজদানি, সমাজ কল্যাণ সম্পাদক নাইম হুসাইন,প্রচার সম্পাদক রাসেল আহমদ,সহ-প্রচার সম্পাদক ইমন হুসাইন,অফিস সম্পাদক আবিদ আহমদ প্রমুখ।

ফাইনাল খেলার সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজকর্মে সহায়ক ভূমিকা পালন করে। বক্তারা বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মুখ্য বিষয়। বক্তারা বিভিন্ন সময়ে সমাজের বিত্তশালীদের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান।

ফাইনাল খেলায় সাকির ভেরাইটিজ ষ্টোর (হিলালপুর) বনাম ইমরান সিক্সারর্স (টিকরপাড়া) এর টিম কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল সাকির ভেরাইটিজ ষ্টোর এর ইমরান আহমদ নির্বাচিত হন,সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইমরান সিক্সার্স এর জাহাঙ্গীর , টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন মামুন আহমদ,টুর্ণামেন্ট এর সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন সাকির ভেরাইটিজ ষ্টোর এর শাহেল আহমদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930