সর্বশেষ

» দক্ষিণ সুরমায় নবজাতক মৃত শিশু উদ্ধার

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক::

দক্ষিণ সুরমা এলাকায় এক নবজাতক মৃত শিশু উদ্ধার করেছে পুলিশ। অাজ ১ জানুয়ারী দুপুর ১২ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট আবাসিক এলাকার ক্বীন ব্রীজের পূর্ব পাশে পাপ্পুর সিমেন্টের গুদাম ঘরের পিছনে উত্তর পাশে সুরমা নদীর পাড় হতে সাদা রংয়ের ছায়া ও ছাপা রংয়ের লুঙ্গি দ্বারা পেচানো অবস্থায় মৃত অজ্ঞাতনামা নবজাতক শিশু (বয়স অনুমান ১ দিন) উদ্ধার করা হয়। নাভির সাথে গর্ভফুল সংযুক্ত রয়েছে। মৃত অজ্ঞাতনামা নবজাতক শিশুকে কে বা কারা বর্ণিত স্থানে ফেলে যায়। দক্ষিণ সুরমা থানার ‌এসআই/মো: নূরে আলম সিদ্দিক মৃত অজ্ঞাতনামা নবজাতক শিশুটির লাশ সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে নবজাতক শিশুর লাশটি উক্ত হাসপাতালের মরচোয়ারীতে রাখা হয়েছে। দক্ষিণ সুরমা থানার অপমৃত্যু মামলা নং-০১,তাং-০১/০১/২০২১খ্রি: রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031