ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মওরাও করোনায় আক্রান্ত
চেম্বার ডেস্ক:: ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মওরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রোববার রাতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, করোনায় আক্রান্ত ৬৭ বছর বয়সী হ্যামিলটন মওরাও বর্তমানে তার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে আছেন। খবর আনাদোলুর।
যুক্তরাষ্ট্র ও ভারতের পর ২১ কোটি ২০ লাখ মানুষের লাতিন আমেরিকান এ দেশটি এখন করোনায় আক্রান্ত শীর্ষ তৃতীয় দেশ।
ব্রাজিলের ৭৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯১ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৬৬ লাখ মানুষ।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো পর পর চারবার করোনাভাইরাস টেস্ট করানোর পর কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।
এর আগে গত জুলাইয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোও করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি প্রথমে ট্রাম্পের মতো প্রাণঘাতী এ ভাইরাসকে পাত্তাই দিতে চাননি।