গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি: আব্দুল হালিম
চেম্বার ডেস্ক::
অনলাইন নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল বিডিনিউজ ডটকম সম্পাদক আব্দুল হালিম বলেছেন,
গণমাধ্যম হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম, যা গণতন্ত্রকে সুসংহত করে। গণমাধ্যম দ্বারা জনগণ বিভিন্ন তথ্য জানতে পারে, যার মাধ্যমে জনমত গড়ে ওঠে।
গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি। মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিতে এটি জরুরি। বিকৃত তথ্যের বিরুদ্ধে গণমাধ্যমই হলো মূল হাতিয়ার।
তিনি আজ সৌদিআরবে অনলাইন টিভি আমানা টিভি কর্তৃক ” স্বাধীনতা সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ফখরুল আমীনের সভাপতিত্বে, সালেহ আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমরান আহমেদ।
উদ্ভোধনী বক্তব্য রাখেন আমানা টিভির ব্যাস্থাপনা পরিচালক আব্দুল বাছিত।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা ফারুক আহমেদ।
বক্তব্য রাখেন প্রেরণা ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান কামাল পারভেজ, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, ইমরান আহমেদ প্রমুখ।