কানাইঘাটে যুবদল নেতা রুহেল আহমদকে পুলিশ পরিচয়ে অপহরণ

কানাইঘাট প্রতিনিধ ::

গতকাল শুক্রবার বার কানাইঘাট থেকে যুবদল নেতা রুহেল আহমদকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়। তবে পুলিশের পক্ষ থেকে এখনো গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি।
জানা যায়, রাত ১১ ঘটিকায় বাজার থেকে আসার পথে কিছু সাদা পােশাকদারী পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। নেয়ার সময় তারা তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন।
উক্ত ঘটনায় উপজেলা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবনেতা রুহেলকে পুলিশই গ্রেফতার করে অস্বীকার করছে। তারা অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করে মুক্তি দেবার জোর দাবি জানান এবং অন্যথায় যেকোন উদ্ভুদ পরিস্থিতির জন্য প্রশাসনই দায়ি থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।