এক মাসে দেশে মোবাইল গ্রাহক বেড়েছে দুই লাখ ৯৮ হাজার
চেম্বার ডেস্ক:: একমাসে দেশে মোবাইল গ্রাহক বেড়েছে দুই লাখ ৯৮ হাজার। আর ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২ লাখ এক হাজার। বৃহস্পতিবার, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নভেম্বরে চার অপারেটরেই গ্রাহক বেড়েছে। সর্বোচ্চ সংখ্যক গ্রাহক পেয়েছে রবি। অপারেটরটি এই মাসে গ্রাহক পেয়েছে এক লাখ ৭৯ হাজার। গ্রাহক বৃদ্ধিতে এর পরের অবস্থানে থাকা বাংলালিংকে নতুন করে যুক্ত হয়েছে ৯৮ হাজার গ্রাহক। অপরদিকে গ্রামীণফোনের ২৮ হাজার এবং রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের ১৩ হাজার গ্রাহক বেড়েছে।
নভেম্বর শেষে দেশে সক্রিয় মোবাইলের সিম সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ কোটি ৮৩ লাখ ৬৭ হাজারে। অপরদিকে ইন্টারনেট গ্রাহক বেড়ে হয়েছে ১১ কোটি ৫ লাখ ৬১ হাজার। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক একই জায়গায় আটকে আছে।