সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২০ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি ঃ
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবসের সূচনা লগ্নে সূযোদয়ের সাথে সাথে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দ কর্তৃক পুষ্পস্তপক অর্পন, ক্লাব কার্যালয় ও জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলন, প্রেসক্লাবকে আলোকসজ্জা করন, সকাল ৮টায় উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১১টায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের অংশ গ্রহন। বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ১৯৭১ সালের মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, কার্য নির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন আলাই, সুজন চন্দ্র অনুপ। বিজয় দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন পশ্চিম পাকিস্থান শাসক গোষ্টির নানা ধরনের বৈষম্য, নিপিড়ন, নির্যাতন সহ ভোটারধিকারের রায় হরনের কারনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় নেতারা পাকিস্তানী শাসক গোষ্টির বিরুদ্ধে নানা আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সূচনা করেন। তার মধ্য দিয়ে ৩০ লক্ষ প্রানের বিনিময়ে ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং দেশ বরেন্য বুদ্ধিজীবি, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের শাহাদৎ বরনের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। বিশে^র দরবারে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশ জাতির কল্যানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930