কানাইঘাটে ৪র্থ ডিজিটাল দিবস উদযাপিত
কানাইঘাট প্রতিনিধি ঃ
কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় কানাইঘাটে উপজেলা পর্যায়ে আয়োজিত ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় ডিজিটাল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবিদা সুলতানা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে তার অগ্রযাত্রা শুরু করেন। আজ দেশবাসী ডিজিটাল তথ্য প্রযুুক্তির মাধ্যমে সব ধরনের সেবা এক দিকে যেমন দ্রুত পাচ্ছেন পাশাপাশি আইসিটি সেক্টরে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হওয়ায় এর সুফল পাচ্ছেন দেশের জনগন।