সর্বশেষ

» কানাইঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা  সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন সহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং নারীনির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি সহ সবধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। এছাড়া লোভাছড়া পাথর কোয়ারীর মজুদকৃত পাথর নিলামে তোলায় নিলাম প্রক্রিয়া বাতিল করে ব্যবসায়ীদের তাদের পাথর বিক্রির সুযোগ করে দেয়ার জন্য সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা দাবী জানান এবং সেই সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানীর ব্যবস্থার দাবী জানান তারা। তবে নির্বাহী কর্মকর্তা পাথর কোয়ারী বিষয়ে বলেন, পাথর কোয়রীর লীজের মেয়াদ শেষ হওয়ার কারনে কোয়ারী থেকে সব ধরনের পাথর উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধে উচ্চ আদালতের পাশাপাশি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো কর্তৃপক্ষের বাঁধা নিষেধ রয়েছে। তিনি এ সংক্রান্ত কোন কমিটির সদস্য নয়, তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের দাবীর বিষয়টি আমি যথাযথ ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এলাকার শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখতে তিনি সকল মহলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সভায় জঙ্গি ও নাশকতা মূলক তৎপরতা সহ গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার উপর গুরুত্বারূপ করেন। সভায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, থানা পুলিশ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন, তারপরও সম্প্রতি সময়ে নারী নির্যাতন, ধর্ষণ, গরু চুরি, অপমৃত্যুর ঘটনা কিছুটা বেড়েছে। এসব অপরাধমূলক কার্যকলাপ বন্ধে তিনি জনপ্রতিনিধিদের আরো সক্রীয় দায়িত্ব পালন এবং প্রতিটি কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

আইনশৃঙ্খলার উন্নয়নে সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, মৎস্য কর্মকর্তা ফারজানা ইসলাম, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী পর্যায়ের কর্মকর্তারা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930