সর্বশেষ

» সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা: মুহিত চৌধুরী

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ডেইলী সিএন বাংলার উদ্যোগে নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের নিয়ে ‘সংবাদদাতা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডেইলী সিএন বাংলার স্টাফ রিপোর্টার নুরুল আলম আলমাসের সঞ্চালনায় এবং পত্রিকার প্রধান সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি,ঔপন্যাসিক,নাট্যকার ও গীতিকার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুহিত চৌধুরী।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল কাদির জীবন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,’সাংবাদিকদের কোন পক্ষ থাকতে পারেনা। সাংবাদিকরা পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ পরিবেশন করবে।তিনি পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদ প্রকাশে সকলের প্রতি আহবান জানান।তিনি অনৈতিকতা ও নীতিহীন সাংবাদিকতার কঠোর সমালোচনা করে বলেন,এ পেশা অনেক চ্যালেঞ্জের।এটি অনেক ঝুঁকিপূর্ণ।তবে এটি সম্মান ও আনন্দের।তিনি সংবাদকর্মীদের দায়িত্বশীল ও সাহসী হয়ে কর্মক্ষেত্রে নির্ভয়ে কাজ করতে অনুপ্রেরণা দেন। তিনি অনুষ্ঠানের ভূঁয়সী প্রশংসা করে বলেন, ডেইলী সিএন বাংলার এ ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগি অনুষ্ঠানটি সাংবাদিকদের চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান বিশ্বে গণমাধ্যমের গণজোয়ার চলছে । এটাকে তিনি গণমাধ্যমের তৃতীয় বিপ্লব আখ্যায়িত করে বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম জনগনের দোরগোঁড়ায় সঠিক খবর পৌঁছে দিতে অগ্রনী ভুমিকা রাখছে ।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি সিএনবাংলার নির্বাহী সম্পাদক পারভেজ আহমদ, স্টাফ রিপোর্টার আব্দুল কাদির জীবন, স্টাফ রিপোর্টার ডি এইচ মান্না, স্টাফ রিপোর্টার এম এ হান্নান প্রমুখ ।

এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাদির, ফ্রিল্যান্সার আসাদ্দুজ্জামান শাফি , ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, কবির আহমদ, খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার খাইরুল আমিন রাফসান সহ ডেইলি সিএনবাংলার সকল নিজস্ব প্রতিবেদক গণ ও উপজেলা প্রতিনিধি বৃন্দ ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031