কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুজন শনাক্ত

চেম্বার ডেস্ক:: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

 

সিসি টিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার পরপর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে মই বেয়ে ওঠে ভাস্কর্য বেদির ওপর। এর পর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে। তাদের গায়ে জুব্বা ও মাথায় পাগড়ি ছিল। ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায়। ভাঙচুরের ঘটনায় পুলিশ শহরের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রের খবর, যে দুজন এ ভাঙচুরে অংশ নেন তাদের ইতোমধ্যেই শনাক্ত করা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

 

এদিকে আজ রবিবার বেলা ১১টায় জেলা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে।

 

সেই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন।