সর্বশেষ

» কোম্পানীগঞ্জের ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ৯ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২০ | সোমবার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: টানা দ্বিতীয় দিনের টাস্কফোর্সের অভিযানে ৯টি স্টিল নৌকাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

১৬ নভেম্বর সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ধলাই নদীর উত্তর বালুমহাল এলাকায় পরিচালিত টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। এ সময় বালুর সাথে চিপ পাথর উত্তোলন, বালুমহালের সীমানা অতিক্রম এবং বালু উত্তোলনকালে যান্ত্রিক পদ্ধতির ব্যবহার করায় ৯টি স্টিল নৌকা আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯টি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

এদিকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার শাহ আরফিন টিলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন টাস্কফোর্সের প্রতিনিধি দল। এ সময় দেখা যায় বন্ধ থাকা শাহ আরফিন টিলায় সুনশান নিরবতা বিরাজ করছে। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, ধলাই নদী থেকে বালুর সাথে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। সেই সাথে যারাই অবৈধ পন্থায় ও লিজ বহির্ভুত জায়গা থেকে বালু-পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031