সর্বশেষ

» দঃ সুনামগঞ্জের নোয়াখালী বাজারে স্মরণকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২০ | শনিবার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ নবঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হওয়া দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগ।

শনিবার রাতে উপজেলার নোয়াখালী বাজারে ফজলে রাব্বি স্মরণের পদ প্রাপ্তিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল টি পুরো বাজার প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু বরুণ কান্তি দে। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাল তালুকদার ও শাহান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আলী আহমেদ সুজন, উপজেলা মোটর শ্রমিকলীগের সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, ফজলে রাব্বি স্মরণ ছাত্রলীগের সোনালী ফসল। কেন্দ্রীয় যুবলীগে তার পদপ্রাপ্তিতে সুনামগঞ্জবাসী গর্বিত। এর মাধ্যমে বৃহত্তর সুনামগঞ্জে যুবলীগের কার্যক্রম আরো গতিশীল হবে। যোগ্য নেতাদের সমন্বয়ে যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় গণতন্ত্রের মানসকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728