সর্বশেষ

» মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কী কী সুবিধা পাবেন জো বাইডেন

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২০ | মঙ্গলবার

চরম উত্তেজনায় শেষ হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। শেষপর্যন্ত দেশের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ কী সুবিধে দেয় তার প্রেসিডেন্টকে! দেখে নিন তালিকা-

 

বেতন
৪ লাখ মার্কিন ডলার। বিনোদন ভাতা হিসেবে ১৯,০০০ ডলার। ভ্রমণভাতা বছরে ১ লাখ ডলার। অন্যান্য খরচ ৫০,০০০ ডলার।

 

অবসরের পর পেনশন ২ লাখ মার্কিন ডলার। মৃত্যুর পর স্ত্রী পান ১ লাখ মার্কিন ডলার।

 

বাসভবন
প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসেই থাকবেন জে বাইডেন। তার ব্যবহারের জন্য রয়েছে ১৩২টি ঘর, ২৮ ফায়ারপ্লেস, ৩৫ বাথরুম। রয়েছে সিনেমা হল, সুইমিং পুল ও জগিং করার জায়গা, কাজের লোক।

 

নিরাপত্তা
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত থাকেন ফেডারেল গোয়েন্দারা।

 

গাড়ি
যে গাড়িতে চড়ে মার্কিন প্রেসিডেন্ট ঘোরেন সেটিকে দুনিয়ার সবচেয়ে নিরাপদ বলে দাবি করা হয়ে থাকে।  লিমুজিন-এর ওই গাড়িটিতে রয়েছে  ক্ষেপণাস্ত্র, রাসায়নিক অস্ত্র মোকাবিলার ব্যবস্থা। রয়েছে অক্সিজেন, ব্লাডব্যাঙ্কের ব্যবস্থা।

 

এয়ারফোর্স ওয়ান
মার্কিন প্রেসিডেন্ট যে বিমানে চড়েন সেটি হল এয়ারফোর্স ওয়ান। যে কোনও ধরনের হামলা প্রতিহত করার ক্ষমতা রয়েছে এই বিমানটিতে। অত্যন্ত বিলাসবহুল এই বিমানের জ্বালানী ভরা যায় আকাশেই।

 

পার্বত্য আবাস
মার্কিন প্রেসিডেন্টের পার্বত্য আবাস হল ক্যাম্প ডেভিড। মেরিল্যান্ডে পাহাড়ের ওপরে ১২৮ একর জমির ওপরে তৈরি এই আবাস।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728