২০২১ সালের ছুটির তালিকা চূড়ান্ত
চেম্বার ডেস্ক:: ২০২১ সালের ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ তালিকার অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তালিকা অনুযায়ী, ২০২১ সালে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। এই ১৪ দিনের মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। নির্বাহী আদেশে ছুটি ৮ দিন।
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চারটি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি (শনিবার) রয়েছে। মোট ছুটি ২২ দিন হলেও শুক্র ও শনিবারের কারণে এ ছুটি কার্যত ১৫ দিন হবে।