ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে কানাইঘাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধি ঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে অবহিত করনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সেমিনার গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমান্ত ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। ভোক্তাধিকার আইন বাস্তবায়নে বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও অভিজিত শর্মা, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ডাঃ ফয়েজ আহমদ, জেমসলিও ফারগুশন নানকা, আলী হোসেন কাজল, আব্দুল মান্নান, মামুন রশিদ, মাসুদ আহমদ, আব্বাস উদ্দিন, ফখরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, হেলথ ইন্সপেক্টর কর্মকর্তা আবুল কালাম আজাদ, সুচনা প্রকল্পের নিউটেশন অফিসার একেএম শামীম আহমদ। সেমিনারে বক্তারা বলেন শুধুমাত্র আইন বাস্তবায়ন করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়ন করা সম্বভ নয় এ ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। বিবেকবোধ থেকে আমরা যদি জাগ্রত না হই তাহলে কোন আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ক্রেতা-বিক্রেতা সবাইকে সচেতন হতে হবে তাহলে ভোক্তাধিকার আইন বাস্তবায়ন ও যথাযথ প্রয়োগ করা সম্ভব হবে।