গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের উপ-নির্বাচনে জয় পেয়েছেন আব্দুল আলিম তুহিন
চেম্বার ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উপ-নির্বাচনে জয় পেয়েছেন আব্দুল আলিম তুহিন। তিনি ঘোড়া প্রতীকে ৩ হাজার ২২৪ ভোট পেয়ে জয় লাভ করেন।
আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।
এছাড়া নৌকা প্রতীকে মাহমুদ আহমদ পেয়েছেন ২ হাজার ৮৬২ ভোট আর বিএনপি মনোনীত প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান ৯ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, গত (৪ জুন) লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মোশন মারা গেলে পদটি শূন্য ঘোষণা করা হয়।