সর্বশেষ

» কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানায় অভিযোগ

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বাখালছড়া গ্রামে গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাখালছড়া গ্রামের রহিম উদ্দিনের পুত্র জহির উদ্দিন @ জব্বার বাদী হয়ে গত সোমবার কানাইঘাট থানায় হামলাকারী ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহত অন্তঃস্বত্বা রোজিনা বেগম (১৯) ও তার স্বামী তৌহিদুর রহমান @ তোতা মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অভিযোগে জানা যায় রহিম উদ্দিনের পুত্র জহির উদ্দিন @ জব্বার ও তাহার ভাই তৌহিদুর রহমান @ তোতা মিয়াকে তাদের মালিকানাধীন ভূমি থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী মৃত সোনা মিয়ার পুত্র সেলিম উদ্দিন ও তার ভাই আব্দুল রকিব, নিজাম উদ্দিন, ডালিম উদ্দিন গংরা জোর পূর্বক ভাবে পায়তারা চালিয়ে আসছিল। এনিয়ে জহির উদ্দিন ও তৌহিদুর রহমান এলাকায় বিচার প্রার্থী হলে সেলিম উদ্দিন গংরা তাদের প্রতি ক্ষিপ্ত ছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠি-সোটা নিয়া সেলিম উদ্দিন ও তার ভাই, স্বজনরা অভিযোগের বাদী জহির উদ্দিনের বসত বাড়ীতে চড়াও হয়ে তার ভাই তৌহিদুর রহমান ও ভাইয়ের স্ত্রী ৫ মাসের অন্তঃস্বত্বা রোজিনা বেগমকে মারপিট করে গুরুতর আহত করে। এমনকি হামলাকারীরা বসত ঘরের মালামাল ভাংচুর করে। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রাস্তায় সিএনজি অটোরিক্সা গাড়ী আটক করে রাখলে থানার এএসআই বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অভিযোগের বাদী জহির উদ্দিন জানিয়েছেন হামলাকারী ৯জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর থেকে তারা সহ ও তাদের সহযোগীরা তাকে সহ পরিবারের লোকজনকে নানান ধরনের হুমকি দিয়া আসছে।  আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযোগের বিবাদীরা তার বাড়ীতে চড়াও হয়ে তার ভাই জাহিদ, শাহিন আহমদকে মারধর করে হামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728