প্রাইভেট স্কুল এসোসিয়েশন সিলেটের স্মারকলিপি পেশ ও মানববন্ধন কাল
চেম্বার ডেস্ক:: কোভিড-১৯ এর প্রভাবে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্টানগুলো স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়া এবং অার্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্টান সমূহকে সহায়তা প্রদানের দাবীতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রাইভেট স্কুল এসোসিয়েশন,সিলেট। ১৯ অক্টোবর সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রাইভেট স্কুল এসোসিয়েশনের অাহ্বায়ক সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন, সদস্য সচিব অানোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার, সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রাইভেট স্কুলের প্রধান ও তাদের প্রতিনিধিগণ।
এদিকে, একি দাবীতে অাগামীকাল বুধবার (২১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সিলেট শহিদ মিনারে অায়োজন করা হয়েছে এক মানববন্ধন কর্মসূচির। উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অাহ্বান জানিয়েছেন সংগঠনের অাহ্বায়ক ও সদস্য সচিব।