রায়হানের মেয়ে আলফাকে ‘মোমেন ফাউন্ডেশন’র দুই লাখ টাকা উপহার

চেম্বার ডেস্ক::সিলেটের বন্দরবাজারে পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে যান পররষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

 

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর আখালিয়ায় রায়হান আহমদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন। এসময় রায়হান হত্যার ন্যায়বিচারেরও আশ্বাস দেন তিনি। এদিকে

নিহত রায়হন আহমদ (৩৪)-এর আড়াই মাস বয়েসি আলফাকে নগদ দুই লাখ টাকা উপহার দেয়া হয়েছে। ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে এই নগদ উপহার প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।