সর্বশেষ

» নিউইয়র্কে কাউন্সিলর পদে লড়বেন বাংলাদেশের সোমা সায়ীদ

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন বাংলাদেশি আইনজীবী সোমা সায়ীদ।

 

সোমা কুইন্স কাউন্টি ওমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি নিউইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশনের রেফারেল অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের চেয়ারপারসন। আগামী ২০২১ এর সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৪ এ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর নির্বাচনী প্রচারণা কাজের অংশ হিসেবে ওয়েবসাইট উন্মোচন করেন তিনি।

 

 

 

সোমা সায়ীদ বলেন, ‘অনেকগুলো লক্ষ্য সামনে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। এর মধ্যে রয়েছে হেলথ জাস্টিস, ইকোনমিক জাস্টিস, পুলিশ রিফর্ম, অ্যাফোর্ডেবল হাউজিং, শিক্ষা ইত্যাদি। এছাড়া, জাস্টিস ও ইক্যুয়ালিটির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’

হেলথ জাস্টিসের বিষয়ে তিনি বলেন, ‘সিঙ্গেল পেয়ার হেলথ কেয়ার নিউইয়র্কবাসীরদের দীর্ঘদিনের প্রত্যাশা। আমি সিঙ্গেল পেয়ার হেলথ কেয়ারের জন্য ফাইট করবো।’

 

ইকোনমিক জাস্টিসের বিষয়ে সোমা বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক ন্যায় বিচার এখনই দরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা না করা পর্যন্ত সিটি কখনও অর্থনৈতিকভাবে ভালো হতে পারবে না। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে ১ হাজার ডলারের একটি ভাতা এবং যেসব ব্যবসায়ী ২০০ হাজারের নীচে আয় করেন তাদের জন্য বরাদ্দের ব‌্যবস্থা করবো।’

 

শিক্ষার বিষয়ে তিনি বলেন, ‘স্কুলে মহামারি মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও অন্যান্য ইক্যুইপমেন্ট সরবরাহ করা হবে। ডিপার্টমেন্ট অব এডুকেশনের সঙ্গে কাজ করে রিমোর্ট লার্নিং প্ল্যাটফর্মকে আরও মজুবত ও সহজ করতে হবে। পাবলিক হায়ার এডুকেশন এর জন্য আরও ফান্ড বরাদ্দ করতে হবে। ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষাকে আমাদের স্কুল ও কলেজগুলোতে স্থায়ী করতে হবে।’

 

সোমা ২০০৪ সালে নিউইয়র্ক বারের সদস্য হন। ১৬ বছর ধরে নিউইয়র্কে আইন পেশায় জড়িত। এছাড়া, তিনি কাজ করেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক, ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক, সাউদার্ন ডিস্ট্রিক্ট ব্যাংকক্রাপসি কোর্ট, ইস্টার্ন ডিস্ট্রিক্ট ব্যাংকক্রাপসি কোর্ট, ইউএস ট্যাক্স কোর্ট এবং সেকেন্ড সার্কিট কোর্ট অব আপিলসে। আইন পেশা ও অন্যান্য কর্মতৎপরতার জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728