আগামী বছর প্রতিটি উপজেলায় চালু হবে প্রাক-প্রাথমিক শিক্ষা

চেম্বার ডেস্ক:: আগামী বছর থেকে দেশের প্রতিটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হতে যাচ্ছে।

পাইলট প্রকল্পের আওতায় দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা ব্যবস্থা চালু হবে। এই প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদের হবে। এর ফলে শিশুরা স্কুলে ভর্তি হবে চার বছর বয়স থেকে।