কোম্পানীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ সিলেট:

জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে সেমিনারে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এসময় প্রেস ব্রিফিং করেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাকটর মাজেদুর রহমান। উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহমেদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাব্বির আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান রোকন, পল্লী বিদ্যুতের ডিজিএম সিরাজুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান রাসেল, থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ইউপি সদস্য কামরুজ্জামান, ইউপি সদস্য বিল্লাল আহমদ, ইউপি সদস্য সোহেল আহমদ, ইউপি সদস্য চাঁন মিয়াসহ অন্যান্যরা। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।