কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আজ ২৫ মার্চ (২৪ রমযান) রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।

রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মো. শামসুদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সাংস্কৃতিক বিভাগ সেক্রেটারি শাহজাহান শাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের ওলামা বিভাগ সহ-সভাপতি মাওলানা জমির উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি সুলতান মু. সাদিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-
খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আমীমুল ইহসান শামীম, রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা রায়হান উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যুব বিভাগ সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম উদ্দিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সুরমা সাংস্কৃতিক সংসদের শিল্পী কামিল আহমদ।

এছাড়াও ইফতার মাহফিলে রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের প্রতিটি ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।