কানাইঘাট চতুল বাজারে ইউএনও’র বাজার মনিটরিং, জরিমানা আদায়
কানাইঘাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কানাইঘাটের চতুল বাজারে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
আজ বুধবার দুপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করার জন্য নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার চতুল বাজারে যান। এ সময় তিনি বাজারের ফুটপাত দখলমুক্ত সহ কাঁচা বাজার, মাংস বাজার ও দ্রব্য মূল্যের দোকানগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ জরিমানা করেন। রমজান মাস সহ পরবর্তী সময়ে নিয়মিত ভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান।