লটারির মাধ্যমে কানাইঘাটের ৯টি ইউনিয়নে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারীদের দরপত্র সভার সামনে খোলায় হয়। এরপর বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় উপজেলার ৯টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচী পরিচালনার লক্ষ্যে ৫ বছরের জন্য খাদ্য বান্ধব ডিলার নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল ভট্টাচার্য, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ করার জন্য লটারির মাধ্যমে সকলের উপস্থিতিতে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যাতে করে এ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন।