কানাইঘাটে বাজার মনিটরিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার

কানাইঘাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কানাইঘাট উপজেলার হাট-বাজারগুলোর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে ও মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে সোমবার বিকেল আড়াইটার দিকে কানাইঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এছাড়া অবৈধভাবে ফুটপাত দখলকৃত দোকানপাট অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি বাজারের মাংস ব্যবসায়ীদের গরুর মাংস কেজি প্রতি ৭৫০/- টাকায় বিক্রি করার নির্দেশ দেন। দাম বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে বলে মাংস ব্যবসায়ীদের জানান।
রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিন বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য আহ্বান জানান। কেউ অবৈধ ভাবে অতি মুনাফা লাভের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ করে রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এদিকে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকলেও ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। বেশি মূল্যে ব্যবসায়ীরা ভোজ্য তেল বিক্রির অভিযোগ উঠেছে।