/>
সর্বশেষ

» উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে উসমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুরু হবে এ ক্যাম্পেইন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করে ১৬ ফেব্রুয়ারি রাত ১০.০০ ঘটিকার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বাবত কোন ফি দিতে হবেনা, সম্পূর্ণ ফ্রী। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর বয়স ৭- ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ টি বাইসাইকেল, ২য় পুরস্কার নগদ টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ টাকা।

প্রতিযোগিতার নিয়মাবলি:
(১) আগামী ১৭/০২/২০২৫ ইং তারিখে ফজরের নামাজ পড়ার মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী ২৯/০৩/২০২৫ ইং তারিখে প্রতিযোগিতা সমাপ্ত হবে।
(২) প্রতিযোগির বয়স ৭-৩৫ বছরের মধ্যে হতে হবে।
(৩) ৪০ দিন তাকবীরে উলার সাথে ৫ ওয়াক্ত নামাজ উছমানপুর জামে মসজিদে আদায় করতে হবে।
(৪) বিশেষ অসুবিধার কারণে উছমানপুর জামে মসজিদে নামাজ পড়তে না পারলে, অন্য যে কোন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হইবে। প্রমাণ স্বরূপ উক্ত মসজিদের ঘড়ির টাইম ও তারিখ এর ছবি তুলে আনতে হবে।
(৫) ফজরের নামাজ বাধ্যতামূলক উছমানপুর জামে মসজিদে আদায় করতে হবে।
(৬) ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
(৭) ১ম রমজান থেকে কুরআন অথবা সুরা সহি শুদ্ধভাবে ২৭ রমজান পর্যন্ত, প্রশিক্ষণ নিতে হবে। প্রতিদিন যোহরের নামাজের পর (প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে) তবে যারা এখানে কুরআনে হাফেজ আছেন উনাদের সহি শুদ্ধভাবে সুরা এবং কুরআন শেখায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
(৮) এই চল্লিশদিন কোন প্রকার জামেলায় জড়ানো যাবেনা।
(৯) প্রত্যেক নামাজের পর ইমাম সাহেবের অথবা মুয়াজ্জিন সাহেবের নিকট উপরোক্ত বিষয়ে হাজিরা দিতে হবে।
এছাড়াও Usmanpur youth Unity এর উদ্যোগে ৫ থেকে ১০ বছরের ছেলে এবং মেয়েদেরকে নিয়ে সহি শুদ্ধভাবে সূরা ও কুরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী :
১। প্রতিযোগীর বয়স অবশ্যই ৫ থেকে ১০ বছরের মধ্যে হতে হবে এবং প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ করিতে পারিবে।
২। উছমানপুর জামে মসজিদে ১ম রমজান থেকে যোহরের নামাজের পর সহী শুদ্ধভাবে কুরআন এবং সূরা প্রশিক্ষণ দেওয়া এবং উক্ত প্রশিক্ষণ পুরো রমজান মাস প্রতিদিন সবাই অংশগ্রহণ করিতে হবে।
৩। ছেলেরা মসজিদে এবং মেয়েরা বাড়িতে নিয়মিত নামাজ আদায় করতে হবে।
৪। কোন প্রকার ঝামেলায় জড়াতে পারবে না।
৫। মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের কথা মত চলিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : পুরো রমজান মাস এখানে জোহরের নামাজের পর ছোট, বড় সবাইকে সহি শুদ্ধভাবে সূরা এবং কুরআন শিক্ষার প্রশিক্ষণ ফ্রিতে দেওয়া হবে।

বিস্তারিত জানতে ও প্রয়োজনে কল করুন :
সৈয়দ বাছির আহমেদ 0 1737-067968
দেওয়ান মুহিব 0 1310-528520
সৈয়দ জুলহেদুর রহমান 0 1753-715588

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930