কানাইঘাট প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আবু সাঈদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান
কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বিশিষ্ট ইসলামী স্কলার্স যুক্তরাজ্য প্রবাসী ইউকে শরীয়াহ বোর্ডের সাবেক চেয়ারম্যান দাওয়াতুল ইসলাম ইউকে’র সাবেক আমির কানাইঘাটের কৃতি সন্তান সেখানকার বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত হাফিজ মাওলানা আবু সাঈদ চৌধুরীকে।
আজ রবিবার বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান ক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে ও ক্লাবের বর্তমান সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সুরাহ ও কর্মপরিষদ সদস্য সিলেট পাঠানটুলা জামেয়া ইসলামীয়ার ভাইস প্রিন্সিপাল মাও. ফয়জুল্লাহ বাহার, যুক্তরাজ্যের ইস্ট ওয়াকিম মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাহবুবুর রহমান খান, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাও. তাজ উদ্দিন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ সহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ক্লাব নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, সদস্য মুফিজুর রহমান নাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী স্কলার্স হাফিজ মাওলানা আবু সাঈদ চৌধুরী তার নানাবিদ কর্মকান্ডের মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটি তথা কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করেছেন। কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে তার অবদানের কথা স্বীকার করে ক্লাব নেতৃবৃন্দ ভবিষ্যতেও এলাকার শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নে মাওলানা হাফিজ আবু সাঈদ ভ‚মিকা রাখবেন এবং সেই সাথে প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ^াস প্রদান করায় ক্লাব নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হাফিজ মাওলানা আবু সাঈদ চৌধুরী বলেন, দীর্ঘ ২০ বছর পর যুক্তরাজ্য থেকে তার প্রিয় জন্মভ‚মি কানাইঘাটে এসেছেন। এখানকার নানা শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে সম্মান, ভালোবাসা পেয়েছেন তা সব-সময় মনে রাখবেন। যুক্তরাজ্য থেকে কানাইঘাটের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও নিজ জন্মভূমির মানুষের পাশে থাকবেন। সাংবাদিকদের প্রতিষ্ঠান কানাইঘাট প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সহযোগিতার আশ^াস প্রদান করে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির পক্ষে কাজ করে থাকেন, তাদের সমস্যাগুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। কানাইঘাটকে একটি সমৃদ্ধ আলোকিত জনপদে পরিণত করতে স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দকে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান তিনি। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে মাওলানা হাফিজ আবু সাঈদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।