সর্বশেষ

» কানাইঘাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাওলানা আবু সাঈদকে গণসংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশিষ্ট ইসলামী স্কলার্স যুক্তরাজ্য প্রবাসী ইউকে শরীয়াহ বোর্ডের সাবেক চেয়ারম্যান দাওয়াতুল ইসলাম ইউকে’র সাবেক আমির কানাইঘাটের কৃতি সন্তান হাফিজ মাওলানা আবু সাঈদ চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেল ৩টায় পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজ করা হয়।

কানাইঘাট পৌর জামায়াতে ইসলামের আমীর মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে সর্বদলীয় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা আবু সাঈদ চৌধুরী বলেন, দীর্ঘদিন যুক্তরাজ্য থেকে ইসলামের সুমহান বাণী ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশে^র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। যখনই সময় পেয়েছি জন্মভ‚মি কানাইঘাট তথা সিলেটের ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেছি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। বিগত ২০ বছর জন্মভ‚মি বাংলাদেশে আসতে পারিনি, তারপরও এলাকার মানুষের কথা ভুলে যাইনি। বর্তমানে দেশে আসার পর যেভাবে আপনারা আমাকে সম্মানিত করেছেন আপনাদের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। তিনি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন তথায় ধর্মীয় প্রচারে অগ্রণী ভ‚মিকা পালনের আহŸান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সুরাহ ও কর্মপরিষদ সদস্য সিলেট পাঠানটুলা জামেয়া ইসলামীয়ার ভাইস প্রিন্সিপাল মাও. ফয়জুল্লাহ বাহার, যুক্তরাজ্যের ইস্ট ওয়াকিম মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাহবুবুর রহমান খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও. খলিলুর রহমান, সহকারি অধ্যাপক মাও. ছয়ফুল আলম, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওঃ কামাল উদ্দিন, নায়েবে আমীর মাও. ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাও. তাজ উদ্দিন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাও. জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি মাও. হিফজুর রহমান সহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031