বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম ইতালির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
চেম্বার ডেস্ক: বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম ইতালির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবিদ রেজা চৌধুরী ও লুবায়েব আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায়
উক্ত সভায় সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমেদ। উপস্থিত ছিলেন হাসান সুহেল,মহসিন কামাল,আং আহাদ,আং সামাদ,কাজি ফারুক জামান শুভ,
আল ইমরান,জাহিদ হাসান বিপ্লব,শাহজাহান তাপাদার,
আং কাদির,শাহ জাহান তাপাদার,কাজি ফারুক জামান শুভ, জুয়েল রানা,ইমরান আহমেদ,সাইদি হাসান,মিলন আহমেদ,কামরান হুসেন,রাহুল,সুহেল রানা,জাহিদ হাসান,
মামুন, তরিকুল ইসলাম প্রমুখ।
প্রথমে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাইদি হাসান।স্বাগত বক্তব্য রাখেন জাহিদ হাসান বিপ্লব। বক্তব্য রাখেন মহসিন কামাল, আং আহাদ, আং সামাদ ম, আং কাদির, মিলন, হাসান আহমেদ, আবিদ রেজা চৌধুরী
লুবায়েব চৌধুরী,আল ইমরান।
বক্তারা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যকে সাধুবাদ জানান ও একাত্বতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জুনেদ আহমদ পরিষদের লক্ষ্য উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন এবং গঠনতন্ত্র নিয়ে ব্যাপক আলোচনা করেন। তিনি বলেন,আমরা এখানে যারা আছি আমরা সবাই প্রবাসী এবং আমাদের পরিচয় আমরা বাংলাদেশী এবং আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের এক জন গর্বিত সদস্য।
এই সংঠন সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান ও বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম ইতালি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
পরিশেষে সভাপতির বক্তব্য মোনাজাতের মধ্যে দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয়।