সর্বশেষ

» সিলেটের কদমতলীতে দেশের দ্বিতীয় ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্বোধন

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: চিত্রনায়ক আমিন খান বলেছেন, বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ফিচারের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’। ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোতে ফ্রাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজেই উদ্যোক্তা হয়ে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ফ্রাঞ্চাইজি ব্যবসায় ওয়ালটন এগিয়ে এসেছে। এটি তাদের একটি যুগান্তকারী উদ্যোগ। এ প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতারা আরো বেশি সুযোগ-সুবিধা লাভ করেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে সিলেটের হুমায়ুন রশীদ চত্বরস্থ গিয়াস উদ্দিন কমপ্লেক্সে দেশের দ্বিতীয় এবং সিলেটের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্রেতাদের কাছে আরো দ্রæত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’ চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। সিলেটে প্রথমবারের মতো শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে যুগান্তকারী পথের সূচনা করলো এই সেলস নেটওয়ার্ক।
শোরুম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার (ডিসিএমও) জোহেব আহমেদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্রাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ অক্টোবর রোজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্বোধন করা হয়। সিলেটে তাদের এটি প্রথম এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় শোরুম।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728