সিলেটে চতুর্দশ সার্ক মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণী সম্পন্ন
চেম্বার ডেস্ক: সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত চতুর্দশ সার্ক মেধাবৃত্তি, ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বেলা ১১:৩০ ঘটিকার সময় সম্পন্ন হয়।
কলেজ অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহম্মদ
বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল (৫ম ও ৮ম শ্রেণির জন্য পৃথকভাবে) ১মস্থান: ১০,০০০ টাকা, ২য় স্থান: ৭,০০০ টাকা, ৩য় স্থান: ৫,০০০ টাকা, ৪র্থ স্থান: ৩,০০০ টাকা, ৫ম স্থান: ২,৫০০ টাকা, ৬ষ্ঠ স্থান: ২,০০০ টাকা, ৭ম স্থান: ১,৫০০ টাকা, ৮ম স্থান: ১,২০০ টাকা, ৯ম স্থান: ১,১০০ টাকা, ১০ম স্থান: ১,০০০ টাকা, এছাড়াও বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল ক্রেস্ট ও সনদ।
পুরস্কার হিসেবে আরোও ছিল ১ম-১০ম স্থান অর্জনকারী ও সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এর জন্য আকর্ষণীয় পুরস্কার।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল হাশেম, সরকারি পাইলট স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব নন্দী, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জনাব মহিবুর রহমান ও ভক্তি বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক জনাব পঙ্কজ দাস। সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর উপাধ্যক্ষ জনাব সবল কুমার তালুকদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ রায়নগর ক্যম্পাসের প্রধান জনাব বিনোতা সিনহা, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ শাহপরাণ ক্যম্পাসের ইনচার্জ জনাব স্বপন কুমার রায়, এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।