কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনি সহ আটক-১
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি সহ ৩৯ বস্তা ভারতীয় চিনি আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকালে থানার এসআই নাজমুল, এএসআই আব্দুর রউফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষীণ বাণীগ্রাম ইউপির কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট হতে একটি টাটা পিকআপ ভর্তি ভারতীয় ৩৯ বস্তা চিনি আটক করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় চিনির মালিক স্থানীয় দলিবিল দক্ষীন নয়াগ্রামের মজর আলীর পুত্র এলাকার চিহৃিত চোরাকারবারী রইছ উদ্দিন (৫০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রইছ উদ্দিন ও পিকআপ চালককে আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এরপূ্র্বে সম্প্রতি থানা পুলিশ ভারতীয় ১৯ বস্তা চা-পাতা ও ৬ বস্তা ভারতীয় চিনি, বহনকারী ২টি অটোরিক্সা (সিএনজি) সহ ৩জনকে আটক করে মামলা দায়ের করেন। উল্লেখ্য মধ্যখানে চোরাচালান কিছুটা নিয়ন্ত্রিত হলেও বর্তমানে কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে তা ব্যাপক বেড়েছে।