প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষ্য থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে সিলেট মহানগর কৃষক দলের সভা
চেম্বার প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট মহানগরের উদ্যোগে থানা ও ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) মহানগর কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো,মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান,আহমদ,সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান,মাহবুবুর রহমান মমতাজ,নুরুল ইসলাম,সুলতান আহমদ চৌধুরী,খন্দকার আব্দুল মুমিন,তাহের আলী সুমন,মইনুল হক স্বাধীন,শামীম আহমদ,আব্দুল মুকিদ,আব্দুন নুর,সৈয়দ মোস্তাক আলী,কাজী দেলোয়ার আহমদ,মোঃ শরীফ আহমদ,শামীম আহমদ সুমন,মোসলেহ উদ্দিন,সোহেল আহমদ,আব্দুল আজিজ,মইনুল ইসলমা খান সায়েক, সেলিম আহমদ ইদন প্রমুখ।
এ সময় বক্তারা, আগামীকালের কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।