সর্বশেষ

» কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে কানাইঘাট পৌর শহরে অবস্থিত ইউনিভার্সেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত সোমবার দিনভর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য, দেশাত্ববোধক গান, কবিতা আবৃতি, যেমন খুশি সাজো সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা হাজিরা সুলতানা পপির পরিচালনায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী আব্দুল্লাহ আল মুমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ। বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য রুবেল আহমদ সাগর, ফয়ছল আহমদ, স্কুলের প্রধান শিক্ষক শাহিন আহমেদ, অভিভাবকদের পক্ষে শামীমা নাসরিন শিমু ও রুজিনা খাতুন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, কানাইঘাট পৌর শহরে অবস্থিত ইউনিভার্সেল স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের প্রতিভা ছড়াচ্ছেন। স্কুলের শিক্ষকবৃন্দের নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পাঠদান এবং পরিচালনা পর্ষদের নানামুখী উদ্যোগের কারনে প্রাইমারী পর্যায়ের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা নৈপুণ্য রেখে যাচ্ছে। এতে করে স্কুলের অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। ইউনিভার্সেল স্কুলের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষকদের প্রতি আহŸান জানান। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930