সর্বশেষ

» ছাত্রলীগ কর্মী শুভ মৃত্যুর ঘটনায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৮

প্রকাশিত: ০৮. মে. ২০১৫ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: সিলেটে ছাত্রলীগ কর্মী শুভ মৃত্যুর ঘটনায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।এ মামলায় গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।

গ্রেফতারকৃতরা হলেন, ছাত্রদল নেতা আলমগীর আলম, সাদিক আহমদ, আব্দুর রহমান চৌধুরী, তারেক আহমদ তুহিন,এম এ ওয়াহিদ চৌধুরী, সাইফুর রহমান তালুকদার, গোলজার আহমদ হেলাল ও জহিরুল ইসলাম মিশু। তাদেরকে নগরীর একটি হাসপাতাল থেকে পুলিশ গতরাতে গ্রেফতার করে।

শুভ আহমদের পিতা তাজুল ইসলাম সিলেট কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে পুত্র হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ২৮/১৫।
মামলায় আলমগীর খানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ মামলায় ৮ জন আসামিকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে।

মামলার এজহারভুক্ত আসামীরা হলেন সিলেট সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে আলমগীর আলম, সদর উপজেলার চামেলিবাগ এলাকার বাসিন্দা কয়েস আহমদের ছেলে সাদিক আহমদ, কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নের
চরিগ্রামের নাজির আহমদ চৌধুরীর ছেলে আব্দুর রহমান চৌধুরী, কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের কবির আহমদের ছেলে তারেক আহমদ তুহিন, জকিগঞ্জ উপজেলার শাহবাগের রহিম উদ্দিন চৌধুরীর ছেলে এম এ ওয়াহিদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আখতারুজ্জামান চৌধুরীর ছেলে ময়নুল ইসলাম চৌধুরী, বিশ্বনাথ উপজেলার চাপনগর গ্রামের আতাউর রহমান তালুকদারের ছেলে সাইফুর রহমান তালুকদার, সিলেট সদর উপজেলার শাপলাবাগ এলাকার বাসিন্দা শিপন আহমদের ছেলে নাসিফ আহমদ,জৈন্তাপুর উপজেলার চতুল গ্রামের আনোয়ার আহমদের ছেলে গোলজার আহমদ হেলাল, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জস্থ মহি উদ্দিন জাবেরের ছেলে আলকাছ উদ্দিন, নগরীর টিলাগড় এলাকার শাহরিয়া ইসলামের ছেলে জহিরুল ইসলাম মিশু ও কানাইঘাট উপজেলার বানীগ্রাম গ্রামের ফারুক আহমদের ছেলে মানসা আহমদ।

গত পরশু ৬ মে সিলেট এমসি কলেজে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদল ছাত্রলীগ সংঘর্ষে শুভ আহমদ নামে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় ও রাতেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শুভর মৃত্যু হয়।
গতকাল ৭ মে শুভর পিতা থানায় মামলা করেন ও রাতেই হাসপাতাল থেকে এ মামলার ৮ আসামিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে গ্রেফতারকৃতরা থানা হেফাজতে রয়েছেন।

রাজনৈতিক শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।
এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031