/>
সর্বশেষ

» ইকরা ট্রাভেলস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: দৈনিক সিলেট মিরর এর প্রকাশক ও বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আমি আপনাদেরই পরিবারের সদস্য এবং সহকর্মী, ‘আমি তোমাদেরই লোক, এই মোর পরিচয় হউক’। বিগত স্বৈরাচার সরকারের সময় গণমাধ্যমের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, মুক্তভাবে নিঃশ্বাস ফেলা যেত না। যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি সেই সকল বীর ছাত্রজনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে দেশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারব, মুক্ত ভাবে লিখতে পারব, আমরা এমন বাংলাদেশ চাই। এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই আবু সাঈদ ও মুগ্ধরা জীবন বিলিয়ে দিয়েছে। তাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে ব্যার্থ হতে দেয়া যাবে না। ফেরাউন থেকে নিয়ে যত স্বৈরাচার বা অত্যাচারীরা তৈরি হয়েছিল তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছিল। এমন ধারাবাহিকতায়ও বাংলাদেশ ফ্যাসিবাদের পতন হয়েছে। কিছু ব্যাক্তি গণমাধ্যম বা সাংবাদিকতাকে ব্যবহার করে দুর্বৃত্তায়ন করেছেন, দলীয় লেজুড়বৃত্তি করেছেন, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবেন। অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা বিকৃত তথ্য পরিহার করে সমাজের প্রকৃত তথ্য গণমাধ্যমে তোলে আনবেন গণমাধ্যম পরিবারের একজন সদস্য হিসেবে এমন প্রত্যাশাই করি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক আকিল উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতি বিষয় সম্পাদক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপ কমিটির আহবায়ক মো. কামাল আহমদ। বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য আব্দুল কাদির জীবন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠান ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সকল সকল ক্রীড়া প্রতিযোগিতায় ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরসের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, অনলাই গণমাধ্যম সর্বাধুনিক ও শক্তিশালী গণমাধ্যম। সিলেট অনলাইন প্রেসক্লাব অনলাইন গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। আগামীদিনের পথচলায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, কার্যকরি পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল। ক্লাব সদস্য শাহ মাছুম বিল্লাহ ফারুকী, এম.এ ওয়াহিদ চৌধুরী, আলমগীর আলম, মো. জসিম উদ্দিন, মো. আবু জাবের, তারেক আহাদ খাঁন, মো. মশাহিদ আলী, শাহীন আহমেদ,  ডিএইচ মান্না, আব্দুল হান্নান, মোহাম্মদ নুরুল ইসলাম, শিপন চন্দ জয়, মো. ফারুক মিয়া, আহমদে পাবেল, মোহাম্মদ জাকির আহমদ, মো. সুহেল মিয়া, উৎফল বড়ুয়া, রুবেল মিয়া প্রমূখ।

উল্লেখ্য, এবারের ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে। এতে ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930