সর্বশেষ

» লন্ডন প্রবাসী আব্দুল আলিমের বাড়িতে আবারও হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী নগরের বড় হাজীপুর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল আলিমের বাড়ীতে গতকাল আবারও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে আব্দুল আলিমের বৃদ্ধ বাবা মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, আব্দুল আলিম ওসমানী নগর থানার বড় হাজীপুর গ্রামের আব্দুল আসীম ও মরহুম আছা বেগমের এক মাত্র সন্তান। আব্দুল আলিম বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উসমানী নগরের উপজেলা শাখার যুগ্ন সম্পাদক ছিলেন এবং তিনি সক্রিয় ভাবে রাজনীতি করতেন। তিনি দেশে থাকা অবস্থায় জামায়াত ও আওয়ামীলীগ বিরোধী কার্যকলাপ ও পতিত আওয়ামীলীগ সরকারের দূর্নীতি নিয়ে সোস্যাল মিডিয়াতে অনেক সোচ্চার থাকতেন এবং স্যোসাল মিডিয়ায় লেখা-লেখি করতেন। এরি জের ধরে এই হামলা হয়েছে বলে আব্দুল আলিমের মা মনে করেন। গতকাল ১৪ই নভেম্বর রাত প্রায় ১১ টার দিকে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আব্দুল আলিমের বাড়িতে হানা দেয়। তখন বাড়িতে আলিমের বাবা, মা ও ভাই-বোন ঘুমিয়ে পড়ায় দুর্বৃত্তরা এই সুযোগটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে দুর্বৃত্তরা তার বাবাকে মারধর করে এবং লুটপাট চালায়। আলিমের ভাই বোন ও মা পালিয়ে গিয়ে বেঁচে জান। তারা প্রস্থান কালে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দেয় এবং আলিমের বাবাকে এই বলে হুমকি দিয়ে যায় যে আলিম এই সরকার কিংবা বিএনপির বিরুদ্ধে লেখালেখি করলে তাকেও আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে।

স্থানীয় লোকেরা জানান যে, আব্দুল আলিম সোস্যাল মিডিয়ায় সমালোচনা মূলক লেখা লেখি ও বর্তমান সরকারের দ্বিমূখি নীতির বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন। বেশ কিছু দিন তিনি বিএনপির কিছু শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে লিখছেন। এতে তার পরিবার স্থানীয় বিএনপির নেতা ও কর্মীদের রোষানলে পড়েছেন। আব্দুল আলিম ১৫ বছর ধরে ইউকে বসবাস করছেন এবং তার বাড়িতে বৃদ্ধ বাবা ও সৎ মা সহ ছোট ছোট ভাই বোন থাকতেন। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এক দল মুখোশধারি সন্ত্রাসী আব্দুল আলিমের বাড়িতে আক্রমন করে ভাংচুর করলে তার বৃদ্ধ বাবা মারাত্মকভাবে আহত হন। সন্ত্রাসীরা বাড়িতে লুটতরাজ করে আগ্নি সংযোগ করে এলাকা ছেড়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দা, মমতাজুর নাহারের এ প্রতিবেদককে জানান, গতকাল ১৪ নভেম্বর আনুমানিক রাত ১১টার সময় একদল দুর্বৃত্ত আব্দুল আলিমের বাড়িতে হামলা চালান এবং বাড়ির আসবাব পত্র ভাংচুর করে, টাকা পয়সা লুট করে আগুন লাগিয়ে দেয়। হামলার সময় আব্দুল আলিমের ভাই-বোন ও মা পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাবা দুর্বৃত্তদের হাতে মারাত্মক ভাবে লাঞ্ছিত হন এব আহত হন। দুর্বৃত্তরা আব্দুল আলিমের মা ও বোনের মূল্যবান গহনাসহ অনেক মূল্যবান জিনিস লুটকরে নিয়ে যায় এবং অবশেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়। জানা গেছে আব্দুল আলিমের বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলিমের একজন ঘনিষ্ট আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে আমাদের প্রতিবেদককে জানান যে, এই হামলা বিএনপি নেতা ইলিয়াস আলির সহধর্মিণী তাসলিমা নাছরিনের লোকজন করেছে। আব্দুল আলিম বিএনপির নেতাদের বিরুদ্ধে গত ১৩ নভেম্বর একটা পোস্ট দিলে, এই হামলার ঘটনা হয় বলে তিনি জানান।

এলাকার মুদি দোকানদার আকরাম বেপারী জানান, আব্দুল আলিম লন্ডনে থেকে অন্তর্বর্তী সরকার ও বিএনপি কিছু শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সম্পর্কে নানাবিদ স্টাটাস দিয়ে স্যোসাল মিডিয়াতে পোস্ট করে থাকেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন কার্যকালাপের বিরুদ্ধে ফেসবুকে লেখা লেখি করেন। গত কয়েকদিন আগে তার একটা ফেসবুক পোস্টে বর্তমান সরকার প্রধানের বিপক্ষে ও বিএনপির কিছু নেতাদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করলে তার বিরুদ্ধে তাসলিমা নাছরিনের নেতা কর্মীরা ফুঁসে ওঠে। তারই রেশ ধরেই এই হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী জানান, আব্দুল আলিম বিএনপির সক্রিয় সদস্য ও নেতা ছিলেন এবং ফলে এলাকার বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে চরম লেখালেখি করায় তার প্রতি তাসলিমা নাছরিনের লোকেরা চরম অসন্তোষ ছিল। এরই ধারাবাহিকতায় তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

আমাদের প্রতিনিধি স্থানীয় উসমানী নগর থানায় যোগাযোগ করলে কর্তব্যরত পুলিশ পরিদর্শক এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, অভিযোগ আসলে তিনি ব্যবস্থা নিবেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728