সর্বশেষ

» এসআইইউ ইংরেজি বিভাগের ‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নিয়মিত বক্তৃতা সিরিজ ‘ বিয়ন্ড দ্যা ক্লাসরুম:এক্সপার্ট ইনসাইটস’ এর চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ নভেম্বর, বুধবার, দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ লেকচার অনুষ্ঠিত হয়।

‘ট্রান্সকালচারেশন ইন পোস্ট কলনিয়াল সোসাইটি’: এ স্টাডি থ্রো পোস্ট কলনিয়াল অথরস’ শীর্ষক এ বক্তৃতা অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মাহফুজা আক্তার। তিনি তাঁর বক্তব্যে ইংরেজি সাহিত্যে উত্তর উপনিবেশিকতার প্রভাব এবং সমকালীন লেখকদের ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া সাহিত্য এবং সংস্কৃতির পারস্পরিক ভাববিনিময় কিভাবে শিক্ষার্থীর মনোজাগতিক উৎকর্ষ সাধনে ভূমিকা রাখে সে বিষয়েও আলোকপাত করেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। বিভাগের প্রভাষক তাসনীম সুলতানার প্রাণবন্ত সঞ্চালনায় এ বক্তৃতা অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক ও গ্র‍্যাজুয়েট প্রোগ্রাম কো অর্ডিনেটর স্বাতী রানী দেবনাথ। পরে বিভাগের পক্ষ থেকে বক্তা প্রভাষক মাহফুজা আক্তারের হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728