বিয়ানীবাজারে ১৯ দিন থেকে নিখোঁজ কলেজ পড়ুয়া আরাফাত আহমদ সোহান
চেম্বার প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে ১৯ দিন থেকে নিখোঁজ রয়েছে কলেজ পড়ুয়া আরাফাত আহমদ সোহান নামের এক তরুণ। বাবার মৃত্যুর মাত্র এক মাসের মাথায় পরিবারের ছোট সন্তানের নিখোঁজের খবরে শোকাহত পুরো পরিবার। গত ২৪ অক্টোবর (শুক্রবার) দুপুরে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর প্রায় ১৯ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি।
জানা যায়, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের লালুবাড়ি এলাকার কলেজ শিক্ষার্থী আরাফাত আহমদ সোহান এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার নিখোঁজ হওয়ার পরদিন ২৫ অক্টোবর বড় ভাই ছালেহ আহমদ বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সোহানের বড় ভাই ছালেহ আহমদ শাফাত বলেন, আমার ভাই নিখোঁজ হওয়ার পরদিনই বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে তারা চেষ্টা করছে আসলে বাবা মারা যাওয়ার পর আমরা সবাই শোকে কাতর তার ওপর ভাই নিখোঁজের কষ্ট পীড়া দিচ্ছে, আমার ভাইকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সোহান নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ ১২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩.২৫ মিনিটের সময় বলেনো সোহান নিখোঁজের পর প্রথমে মোবাইল ট্যাকিং করে দেখা যায় সে বড়লেখায়। এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্ঠায় আছি। সোহানের নিখোঁজ ঘটনায় পিবিআই তদন্ত করছে বলে জানা গেছে।