সর্বশেষ

» বড়লেখায় সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৪ | বুধবার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশীর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুর গ্রামের বদরুল ইসলামের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতা নাজমুল ইসলামের বাড়ীতে পুলিশী তল্লাশী চালায় পুলিশ। এসময় তল্লাশীর নামে পুলিশ কর্তৃক বাসার আসবাবপত্র তছনছ ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের সাবেক ছাত্রশিবির নেতা কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করায় তার বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ২টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর তদন্ত চলছে।
এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর ১০ আগস্ট তার গ্রামের বাড়ীতে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করেছে। এরজন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছিলেন তার পরিবার।

এদিকে গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সিলেট নগরীর এসএমপির মোগলাবাজার থানায় মামলায় সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাবেক ছাত্রশিবির নেতা নাজমুল ইসলামকেও আসামী করা হয়। প্রবাসে অবস্থান করে ছাত্র-জনতার আন্দোলনে সমর্থনের পরও তাকে আসামী করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বড়লেখা থানার ওসি মো: আব্দুল কাইয়ুম বলেন, বাসার আসবাবপত্র তছনছ ও পরিবারের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগটি নয়। কারো মামলা থাকলে পুলিশ তদন্তে যাবে এটাই স্বাভাবিক। এরই ধারাবাহিকতায় নাজমুল ইসলামের বাড়িতে পুলিশ গিয়েছিল।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728