সর্বশেষ

» কানাইঘাটে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বিভিন্ন জাতের বীজ বিতরণ

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৪ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নানা জাতের সার ও বীজ সহ নগদ প্রণোদনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।

উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়ের সঞ্চালনায় সার, বীজ বিতরণকালে নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, বিগত দু’দফা বন্যায় কানাইঘাটে আউস ও আমন ধানের উৎপাদন বাঁধাগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পোষিয়ে উঠার জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পাওয়া সার, বীজ ও নগদ প্রণোদনার মাধ্যমে সবজি সহ তৈল জাতীয় শষ্যের উৎপাদন বাড়াতে কৃষকদের আহ্বান জানান। সেই সাথে উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সব-সময় কৃষকদের পাশে রয়েছেন উল্লেখ করে আগামী মৌসুমে অনাবাদী জমিগুলো চাষাবাদ সহ সবজি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের আরো চাষাবাদে মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের শীতকালীন সবজি এবং রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদম, মুগ ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ১৮২০ জন কৃষকদের স্থরভেদে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ প্রণোদনা প্রদান করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930