দুই সপ্তাহের ব্যবধানে এটিএম ফয়েজ’র নিয়োগ বাতিল, নতুন পিপি আশিক উদ্দিন

চেম্বার ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করা হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তার নিয়োগ বাতিল করা হল। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৩১ অক্টোবর এক আদেশে তার নিয়োগ বাতিল করে এ পদে অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগ দেয়। বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের প্রতিবাদের মুখে ফয়েজকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফয়েজের নিয়োগ বাতিল ও অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে পিপি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরে জামান চৌধুরী।

জানা গেছে, গত ১৬ অক্টোবর সিলেটের আদালতে ১০৩ জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে এটিএম ফয়েজ উদ্দিনকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসাবে নিয়োগ দেওয়া হয়। তাদেরকে নিয়োগ দেওয়ার পর থেকেই অপসারণসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া আইনজীবী নিয়ে প্রশ্ন তোলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা এ দুজনের কক্ষে তালা দিয়ে এর প্রতিবাদও জানান। টানা কয়েকদিন তারা আন্দোলনও করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ অ্যাডভোকেট এ টি এম ফয়েজ বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে এসেছিলেন। শেখ হাসিনা সরকারের পতনে দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতা-কর্মীদের আইনি সেবা প্রদানে তার বিতর্কিত ভূমিকার কারণে আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।