সর্বশেষ

» সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৪ সম্পন্ন

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার

চেম্বার ডেস্ক: কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২নভেম্বর সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় সর্বমোট ১৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে  শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।
অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায়  মনোযোগী ও প্রতিযোগী হবে।
জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, আলহেরা জামেয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিলেট মহানগরীর সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। এছাড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস ও ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। এছাড়াও বিভিন্ন থানা ওসিবৃন্দ এবং কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা ও সাবেক-বর্তমান পৃষ্টপোষকবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীঘ্রই কিশোরকন্ঠের পেইজ ও স্থানীয় গণমাধ্যমে জানানো হবে।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031